Ad Code

Responsive Advertisement

বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা PDF

বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতার নাম : 

                                            উপাধি ও উপাধিদাতা

নমস্কার বন্ধুরা,

আজকের এই পোস্টে বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা এবং PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি । বিভিন্ন চাকরির পরীক্ষায় উপাধি ও উপাধিদাতা এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিও ।

      বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা

Q.1. রবীন্দ্রনাথ ঠাকুর কে ‘বিশ্বকবি’ উপাধি কে দিয়েছিলেন ?

Ans :  ব্রহ্মবান্ধব উপাধ্যায়

Q.2. রবীন্দ্রনাথ ঠাকুর কে ‘গুরুদেব’ উপাধি দিয়েছিলেন কে ?

Ans :  গান্ধীজী

Q.3. ঈশ্বরচন্দ্র কে ‘বিদ্যাসাগর’ উপাধি কে দেন ?

Ans :  কলকাতা সংস্কৃত কলেজ

Q.4. সুভাষচন্দ্র বসু কে ‘দেশনায়ক’ বলে সম্বোধন কে করেছিলেন ?

Ans :  রবীন্দ্রনাথ ঠাকুর

Q.5. সুভাষচন্দ্র বসু কে ‘নেতাজী’ আখ্যায় ভূষিত করেছিলেন কে ?

Ans :  জার্মানিতে বন্দি ভারতীয় সেনাদল

Q.6. রামমোহন রায় কে ‘ভারত পথিক’ উপাধি কে   

 দেন ?

Ans :  রবীন্দ্রনাথ ঠাকুর

Q.7. রামমোহন রায় কে ‘রাজা’ উপাধি কে দেন ?

Ans :  দ্বিতীয় আকবর শাহ

Q.8. গান্ধীজী কে ‘মহাত্মা’ সম্বোধন কে করেছিলেন ?

Ans :  রবীন্দ্রনাথ ঠাকুর

Q.9. গান্ধীজী কে ‘জাতির জনক’ উপাধি কে দেন ?

Ans :  সুভাষচন্দ্র বসু

Q.10. গান্ধীজী কে ‘অর্ধনগ্ন ফকির’ কে বলেছেন ?

Ans :  চার্চিল

Q.11. ইন্দিরা গান্ধী কে ‘প্রিয়দর্শিনী’ উপাধি কে দেন ?

Ans :  রবীন্দ্রনাথ ঠাকুর

Q.12. নরেন্দ্রনাথ দও কে ‘বিবেকানন্দ’ উপাধি কে দিয়েছিলেন ?

Ans :  খেজুরির মহারাজ

Q.13. কাজী নজরুল ইসলাম কে ‘বিদ্রোহী’ উপাধি কে দিয়েছিলেন ?

Ans :  পরিচিত জনরা ( বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা )

Q.14. সমুদ্রগুপ্ত কে ‘ভারতের নেপোলিয়ান’ বলেছিলেন কে ?

Ans :  ভিনসেন স্মিথ 

Q.15. দেবেন্দ্রনাথ ঠাকুর কে ‘মহর্ষি’ উপাধি কে দিয়েছিলেন ?

Ans :  ব্রাহ্ম সমাজ

Q.16. মুকুন্দরাম চক্রবর্তী কে ‘কবিকঙ্কন’ উপাধি কে দেন ?

Ans :   জমিদার রঘুনাথ রায়

Q.17. চিওরঞ্জন দাস কে ‘দেশবন্ধু’ উপাধি কে দিয়েছিলেন?

Ans :  বাংলার জনসাধারণ

Q.18. বাল গঙ্গাধর তিলক কে ‘আধুনিক ভারতের শ্রষ্টা’ কে বলেছেন ?

Ans :  মহাত্মা গান্ধী

Q.19. বাল গঙ্গাধর তিলক কে ‘লোকমান্য’ রুপে কে সম্বোধন করেছিলেন ?

Ans :  দেশবাসী

Q.20. সুভাষচন্দ্র বসু কে ‘প্যাট্রিয়ট অব প্যাট্রিয়টস’ বলে সম্বোধন কে করেন ?

Ans :  মহাত্মা গান্ধী

Q.21. যতীন্দ্রনাথ সেনগুপ্ত ‘দেশপ্রিয়’ উপাধি কে দিয়েছিলেন ?

Ans :  দেশবাসী

Q.22. রাজা রামমোহন রায় কে ‘বিশ্ব পথিক’ উপাধি কে দিয়েছিলেন ?

Ans :  দিলীপ বিশ্বাস



File Details :

File Name: বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা

File Format: PDF

No. of Pages: 20

File Size: 1.3 MB


Click Here to Download


👉Join Our Telegram Channel -

Click Here 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ