Ad Code

Responsive Advertisement

বিভিন্ন ঐতিহাসিক শব্দের অর্থ | Meaning Of Important Words In History

বিভিন্ন ঐতিহাসিক শব্দের অর্থ :



নমস্কার বন্ধুরা,

আজকের এই পোস্টে বিভিন্ন ঐতিহাসিক শব্দের অর্থ প্রশ্ন ও উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় যেমন Wbcs, Railway, Police, SSC বিভিন্ন পরীক্ষায় ইতিহাসের বিভিন্ন শব্দ ও নামের অর্থ এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিও ।


          বিভিন্ন ঐতিহাসিক শব্দের অর্থ


Q.1. “গদর” শব্দের অর্থ কি ?

     [A] বিপ্লব 

     [B] ভাগ্যবান 

     [C] সিংহ 

     [D] শিষ্য 

উওর : [A] বিপ্লব 


Q.2. “বাবর” কথার অর্থ কি ?

     [A] ভাগ্যবান

     [B] সিংহ

     [C] জগতের আলো

     [D] রাজস্ব

উওর :  [B] সিংহ


Q.3. “শিখ” শব্দের অর্থ কি ?

     [A] জ্ঞান

     [B] পবিত্র

     [C] নবজাগরণ

     [D] শিষ্য

উওর : [D] শিষ্য


Q.4. “মহেঞ্জোদারো” শব্দের অর্থ কি ?

     [A] মৃতের স্তূপ

     [B] ধ্বংসের স্তূপ

     [C] পবিত্র ভূমি

     [D] সভ্যতা

উওর :  [A] মৃতের স্তূপ


Q.5. “বাহমনী” শব্দের অর্থ কি ?

     [A] বিপ্লব

     [B] পবিত্র 

     [C] ব্রাহ্মণ 

     [D] সৌভাগ্যবান

উওর : [C] ব্রাহ্মণ 


Q.6. “হুমায়ুন” কথার অর্থ কি ?

     [A] পৃথিবীর মালিক

     [B] সৌভাগ্যবান

     [C] জগতের আলো

     [D] সিংহ

উওর : [B] সৌভাগ্যবান


Q.7. “খালসা” শব্দের অর্থ কি ?

     [A] পবিত্র

     [B] নবজাগরণ

     [C] শিষ্য

     [D] প্রভু

উওর : [A] পবিত্র


Q.8. “রেনেসাঁস” শব্দের অর্থ কি ?

     [A] সাম্রাজ্যের পালনকর্তা

     [B] জ্ঞান 

     [C] পবিত্র ভূমি

     [D] নবজাগরণণ

উওর : [D] নবজাগরণণ


Q.9. “ইলতুৎমিস” শব্দের অর্থ কি ?

     [A] জগতের মালিক

     [B] জগতের প্রধান 

     [C] সাম্রাজ্যের পালনকর্তা

     [D] প্রধান নেতা

উওর : [C] সাম্রাজ্যের পালনকর্তা


Q.10. “বেদ” কথার অর্থ কি ?

     [A] প্রভু

     [B] জ্ঞান

     [C] নির্ভীক

     [D] জ্ঞানী

উওর : [B] জ্ঞান


Q.11. “নুরজাহান” শব্দের অর্থ কি ?

     [A] জগতের আলো

     [B] জগতের প্রধান

     [C] পৃথিবীর মালিক

     [D] সৌভাগ্যবান

উওর : [A] জগতের আলো


Q.12. “চেঙ্গিস” কথার অর্থ কি ?

     [A] প্রধান নেতা

     [B] পরমজ্ঞানী

     [C] নির্ভীক

     [D] অসীম শক্তিশালী

উওর :  [D] অসীম শক্তিশালী


Q.13.  “মোঙ্গল” শব্দের অর্থ কি ?

     [A] পবিত্র

     [B] সর্বোচ্চ নেতা

     [C] নির্ভীক

     [D] অসীম শক্তিশালী

উওর : [C] নির্ভীক


Q.14. “আর্য” কথার অর্থ কি ?

     [A] নির্ভীক

     [B] ভাষা মতান্তরে জাতি

     [C] পৃথিবীর মালিক

     [D] জগতের আলো

উওর :  [B] ভাষা মতান্তরে জাতি


Q.15. “ওয়াহাবি” কথার অর্থ কি ?

     [A] নবজাগরণ

     [B] প্রভু

     [C] প্রধান নেতা

     [D] সর্বোচ্চ নেতা

উওর : [A] নবজাগরণ


Q.16. “জাহাঙ্গীর” কথার অর্থ কি ?

     [A] প্রধান নেতা

     [B] পৃথিবীর মালিক

     [C] সৌভাগ্যবান

     [D] সাম্রাজ্যের পালনকর্তা

উওর : [B] পৃথিবীর মালিক


Q.17. “স্ট্যালিন” শব্দের অর্থ কি ?

     [A] পরমজ্ঞানী

     [B] প্রভু

     [C] ইস্পাতের মানুষ

     [D] প্রধান নেতা

উওর : [C] ইস্পাতের মানুষ


Q.18. “অতিশ” শব্দের অর্থ কি ?

     [A] অসীম শক্তিশালী

     [B] প্রভু

     [C] পবিত্র

     [D] সর্বোচ্চ নেতা

উওর : [B] প্রভু


Q.19. “বুদ্ধ” শব্দের অর্থ কি ?

     [A] অসীম শক্তিশালী

     [B] নির্ভীক

     [C] জ্ঞান

     [D] পরমজ্ঞানী

উওর : [D] পরমজ্ঞানী


Q.20. “ইলদুচে” শব্দের অর্থ কি ?

     [A] প্রধান নেতা

     [B] সর্বোচ্চ নেতা

     [C] নবজাগরণ

     [D] মৃতের স্তুপ

উওর :  [A] প্রধান নেতা


Q.21. “ফুয়েরার” শব্দের অর্থ কি ?

     [A] সাম্রাজ্যের পালনকর্তা

     [B] ইস্পাতের মানুষ

     [C] সর্বোচ্চ নেতা

     [D] পবিত্র ভূমি

উওর :  [C] সর্বোচ্চ নেতা


Q.22. “শাহজাহান ” কথার অর্থ কি ?

     [A] সিংহ

     [B] পৃথিবীর মালিক

     [C] জগতের আলো

     [D] জগতের প্রধান

উওর :  [D] জগতের প্রধান


Q.23. “পাকিস্তান” শব্দের অর্থ কি ?

     [A] মৃতের স্তুপ

     [B] পবিত্র ভূমি

     [C] সৌভাগ্যবান

     [D] জগতের আলো

   উওর :  [B] পবিত্র ভূমি

   


 👉  Join Our Telegram Channel -

  Click Here 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ