Ad Code

Responsive Advertisement

কিসে কোন অ্যাসিড থাকে PDF || বিভিন্ন অ্যাসিডের উৎস PDF

 বিভিন্ন অ্যাসিডের উৎস :


নমস্কার বন্ধুরা,

আজকের এই পোস্টে ভারতের কিসে কোন অ্যাসিড থাকে তা নিয়ে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম। বিভিন্ন চাকরির পরীক্ষায় যেমন Wbcs, Railway, Police, SSC বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন অ্যাসিডের উৎস এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিও ও PDF টি নীচে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।

              কিসে কোন অ্যাসিড থাকে

Q.1. “আপেলে” কোন অ্যাসিড থাকে ?
        [A] ম্যালিক অ্যাসিড
        [B] ল্যাকটিক অ্যাসিড
        [C] সাইট্রিক অ্যাসিড
        [D] ওলিক অ্যাসিড

উওর : [A] ম্যালিক অ্যাসিড

Q.2. “দইয়ে” কোন অ্যাসিড থাকে ?
        [A] টারটারিক অ্যাসিড
        [B] অক্সালিক অ্যাসিড
        [C] ল্যাকটিক অ্যাসিড
        [D] ম্যালিক অ্যাসিড

উওর : [C] ল্যাকটিক অ্যাসিড

Q.3. “তেঁতুলে” কোন অ্যাসিড থাকে ?
        [A] ল্যাকটিক অ্যাসিড
        [B] ট্যানিক অ্যাসিড
        [C] সাইট্রিক অ্যাসিড
        [D] টারটারিক অ্যাসিড

 উওর : [D] টারটারিক অ্যাসিড

Q.4. “পিপড়ে / মৌমাছির হুলে” কোন অ্যাসিড থাকে ?
        [A] স্টিয়ারিক অ্যাসিড
        [B] ফরমিক অ্যাসিড
        [C] ইউরিক অ্যাসিড
        [D] কোনোটিই নয়

উওর : [B] ফরমিক অ্যাসিড

Q.5. “আঙুর / কমলা লেবুতে” কোন অ্যাসিড থাকে ?
        [A] সাইট্রিক অ্যাসিড
        [B] অ্যাসকরবিক অ্যাসিড
        [C] স্টিয়ারিক অ্যাসিড
        [D] কোনোটিই নয়

উওর : [A] সাইট্রিক অ্যাসিড

Q.6. “টমেটোতে” কোন অ্যাসিড থাকে ?
        [A] ম্যালিক অ্যাসিড
        [B] কার্বনিক অ্যাসিড
        [C] অ্যামাইনো অ্যাসিড
        [D] অক্সালিক অ্যাসিড

উওর : [D] অক্সালিক অ্যাসিড

Q.7. “চায়ে” কোন অ্যাসিড থাকে ?
        [A] কার্বনিক অ্যাসিড
        [B] হাইড্রোক্লোরিক অ্যাসিড
        [C] ট্যানিক অ্যাসিড
        [D] কোনোটিই নয়

উওর : [C] ট্যানিক অ্যাসিড 

Q.8. “আমলকী” তে কোন অ্যাসিড থাকে ?
        [A] অক্সালিক অ্যাসিড
        [B] অ্যাসকরবিক অ্যাসিড
        [C] অ্যাসিটিক অ্যাসিড
        [D] কোনোটিই নয়

উওর : [B] অ্যাসকরবিক অ্যাসিড  

Q.9. “ভিনিগারে” কোন অ্যাসিড থাকে ?
        [A] অ্যাসিটিক অ্যাসিড
        [B] বিউটারিক অ্যাসিড
        [C] ফরমিক অ্যাসিড
        [D] ওলিক এসিড

উওর : [A] অ্যাসিটিক অ্যাসিড

Q.10. “মূত্রে” কোন অ্যাসিড থাকে ?
        [A] ট্যানিক অ্যাসিড
        [B] ল্যাকটিক অ্যাসিড
        [C] অ্যামাইনো অ্যাসিড
        [D] ইউরিক অ্যাসিড

উওর : [D] ইউরিক অ্যাসিড

Q.11. “প্রোটিনে” কোন অ্যাসিড থাকে ?
        [A] স্টিয়ারিক অ্যাসিড
        [B] হাইড্রোক্লোরিক অ্যাসিড
        [C] অ্যামাইনো অ্যাসিড
        [D] ফরমিক অ্যাসিড

উওর : [C] অ্যামাইনো অ্যাসিড

Q.12. “ফ্যাটে” কোন অ্যাসিড থাকে ?
        [A] টারটারিক অ্যাসিড
        [B] স্টিয়ারিক অ্যাসিড
        [C] অক্সালিক অ্যাসিড
        [D] কোনোটিই নয় 

উওর : [B] স্টিয়ারিক অ্যাসিড

Q.13. “কোল্ড ড্রিংকসে” কোন অ্যাসিড থাকে ?
        [A] কার্বনিক অ্যাসিড
        [B] ইউরিক অ্যাসিড
        [C] স্টিয়ারিক অ্যাসিড
        [D] ল্যাকটিক অ্যাসিড

উওর : [A] কার্বনিক অ্যাসিড

Q.14. “সাবানে” কোন অ্যাসিড থাকে ?
        [A] বিউটারিক অ্যাসিড
        [B] অ্যাসকরবিক অ্যাসিড
        [C] ওলিক অ্যাসিড
        [D] স্টিয়ারিক অ্যাসিড

উওর : [D] স্টিয়ারিক অ্যাসিড

Q.15. “অলিভ অয়েলে” কোন অ্যাসিড থাকে ?
        [A] ম্যালিক অ্যাসিড
        [B] হাইড্রোক্লোরিক অ্যাসিড
        [C] ওলিক অ্যাসিড
        [D] ল্যাকটিক অ্যাসিড

উওর : [C] ওলিক অ্যাসিড

Q.16. “মাখনে” এ কোন অ্যাসিড থাকে ?
        [A] অ্যামাইনো অ্যাসিড
        [B] বিউটারিক অ্যাসিড
        [C] ট্যানিক অ্যাসিড
        [D] কোনোটিই নয় 

উওর : [B] বিউটারিক অ্যাসিড

Q.17. “গ্যাস্ট্রিক রসে” কোন অ্যাসিড থাকে ?
        [A] হাইড্রোক্লোরিক অ্যাসিড
        [B] স্টিয়ারিক অ্যাসিড
        [C] ম্যালিক অ্যাসিড
        [D] কোনোটিই নয় 

উওর : [A] হাইড্রোক্লোরিক অ্যাসিড

Q.18. “আমে” কোন অ্যাসিড থাকে ?
        [A] অক্সালিক অ্যাসিড
        [B] ল্যাকটিক অ্যাসিড
        [C] টারটারিক অ্যাসিড
        [D] সাইট্রিক অ্যাসিড

উওর : [D] সাইট্রিক অ্যাসিড
  
File Details :

File Name: কিসে কোন অ্যাসিড থাকে

File Format: PDF

No. of Pages: 18

File Size: 603 KB




Join Our Telegram Channel -👇👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ