Ad Code

Responsive Advertisement

প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা | উল্লেখযোগ্য গ্রন্থ ও সেগুলির রচয়িতা

 উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা :


নমস্কার বন্ধুরা,


আজকের এই পোস্টে প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতার প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় যেমন Wbcs, Railway, Police, SSC বিভিন্ন পরীক্ষায় উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়তা এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিও ।


         উল্লেখযোগ্য গ্রন্থ ও রচয়িতা 

Q.1.“বুদ্ধচরিত ও সূত্রালঙ্কার” গ্রন্থটি কার লেখা ?
   
উওর :  অশ্বঘোষ

Q.2.“অদ্ভুতসাগর ও দানসাগর” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  বল্লাল সেন 

Q.3.“শতসাহস্রিকা-প্রজ্ঞাপারমিতা” গ্রন্থটির রচয়িতা 
কে ?
উত্তর :  নাগার্জুন

Q.4. “মুদ্রারাক্ষস” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  বিশাখদত্ত

Q.5. “গীতগোবিন্দ” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  জয়দেব

Q.6. “অভিজ্ঞান শকুন্তলম” গ্রন্থটির লেখক কে ?

উত্তর :  কালিদাস

Q.7. “অষ্টাধ্যায়ী” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  পাণিনি

Q.8. “বৃহৎসংহিতা” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  বরাহমিহির

Q.9. “আর্য সিদ্ধান্ত” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  আর্য ভট্ট

Q.10. “কাদম্বরী” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  বানভট্ট

Q.11. “প্রিয়দর্শিকা ও রত্নাবলী” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  হর্ষবর্ধন

Q.12. “মেঘদুত” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  কালিদাস

Q.13. “অর্থশাস্ত্র” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  কৌটিল্য

Q.14. “রামচরিতমানস” গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর :  তুলসীদাস

Q.15. “কথাসরিৎসাগর” গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর :  সোমদেব

Q.16. “রামচরিত” গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর :  সন্ধ্যাকর নন্দী

Q.17. “মৃচ্ছকটিকম” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  শূদ্রক

Q.18. “হর্ষচরিত” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  বানভট্ট

Q.19. “সি-ইউ-কি” গ্রন্থটি কার লেখা ?

উত্তর :  হিউয়েন সাঙ

Q.20. “তহকিক-ই-হিন্দ” গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর :  আলবেরুণী


👉Join Our Telegram Channel -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ