Ad Code

Responsive Advertisement

পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম ও দীর্ঘতম 2023 ll পশ্চিমবঙ্গের জিকে

 


দেওয়া রইলো পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম ও দীর্ঘতম । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই পশ্চিমবঙ্গের জিকে এই বিষয়টি থেকে প্রশ্ন এসেই থাকে। নিচের প্রশ্ন গুলো মুখস্ত করে নিলে বিভিন্ন পরীক্ষার উত্তর করা সহজ হয়ে যাবে ।

পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম ও দীর্ঘতম : 

১. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান-

উত্তর: সান্দাকফু

২. পশ্চিমবঙ্গের উচ্চতম রেলস্টেশন-

উত্তর: ঘুম (দার্জিলিং)

৩. পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ-

উত্তর: শহীদ মিনার

৪. পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ-

উত্তর: ভিক্টোরিয়া মেমোরিয়াল

৫. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ-

উত্তর: সান্দাকফু (৩৬৩৬ মিটার)

৬. পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং-

উত্তর: The 42

৭. পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু –

উত্তর: রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ)

৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয়-

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়

৯. পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা-

উত্তর: ইচ্ছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি

১০. পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম-

উত্তর: স্বামী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্টলেক স্টেডিয়াম)

১১. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলসেতু-

উত্তর: ফারাক্কা রেলসেতু

১২. পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর-

উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (দমদম বিমানবন্দর)

১৩. পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা-

উত্তর: দুর্গাপুর ইস্পাত কারখানা

১৪. পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা-

উত্তর: গঙ্গাসাগর মেলা

১৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার-

উত্তর: জাতীয় গ্রন্থাগার (আলিপুর)

১৬. পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলস্টেশন-

উত্তর: হাওড়া

১৭. পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল-প্লাটফর্ম-

উত্তর: খড়্গপুর

১৮. পশ্চিমবঙ্গের ব্যস্ততম স্টেশন-

উত্তর: শিয়ালদাহ

১৯. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা (আয়তন)-

উত্তর: দক্ষিণ ২৪ পরগনা

২০. পশ্চিমবঙ্গের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র-

উত্তর: সিদ্রাপং, দার্জিলিং (১৮৯৭ সালে স্থাপিত)

২১. পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা-

উত্তর: জুলজিক্যাল গার্ডেন্স, আলিপুর (কলকাতা)

২২. পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল-

উত্তর: বিড়লা প্ল্যানেটোরিয়াম (কলকাতা)

২৩. পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার-

উত্তর: মল্লিকহাট (হাওড়া)

২৪. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী-

উত্তর: ভাগীরথী

২৫. পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ-

উত্তর: বিদ্যাসাগর সেতু

২৬. পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ-

উত্তর: রবীন্দ্রনাথ সেতু (হাওড়া ব্রিজ)

২৭. পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি?

উত্তর: জয়ী সেতু (তিস্তা নদীর উপরে, কোচবিহার)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ