Ad Code

Responsive Advertisement

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম MCQ PDF | Measuring Instruments

বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম :


নমস্কার বন্ধুরা,

এই পোস্টে বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম এই টপিক টি থেকে MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় Measuring Instruments এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন গুলো ভালো করে পড়ে নিও এবং PDF টির Download link শেষে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।


       বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম


1. “উচ্চতা” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] অডিওমিটার

        [B] অল্টিমিটার

        [C] কার্ডিওগ্রাফ

        [D] ওডোমিটার


উওর : [B] অল্টিমিটার


 2. “শব্দের তীব্রতা” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ডিউরোমিটার

        [B] ম্যানোমিটার

        [C] ল্যাকটোমিটার

        [D] অডিওমিটার


উওর : [D] অডিওমিটার


 3. “বৈদ্যুতিক প্রবাহ” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] অ্যামমিটার

        [B] ব্যারোমিটার

        [C] হাইগ্রোমিটার

        [D] ফ্যাদোমিটার


উওর : [A] অ্যামমিটার


4. “বায়ুচাপ” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ওডোমিটার

        [B] অ্যানিমোমিটার

        [C] ব্যারোমিটার

        [D] সিসমোগ্রাফ


উওর : [C] ব্যারোমিটার


 5. “বায়ুর আর্দ্রতা” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ক্যালরিমিটার

        [B] হাইগ্রোমিটার

        [C] লাক্সমিটার

        [D] ট্যাকোমিটার


উওর : [B] হাইগ্রোমিটার


 6. “বায়ুর গতিবেগ” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] অ্যানিমোমিটার

        [B] অডিওমিটার

        [C] হাইড্রোমিটার

        [D] ম্যানোমিটার


উওর : [A] অ্যানিমোমিটার


7. “সমুদ্রের গভীরতা” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] পাইরোমিটার

        [B] ব্যারোমিটার

        [C] ফ্যাদোমিটার

        [D] পেডোমিটার


উওর : [C] ফ্যাদোমিটার


8. “আপেক্ষিক ঘনত্ব” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] লাক্সমিটার

        [B] অল্টিমিটার

        [C] ভোল্টমিটার

        [D] হাইড্রোমিটার


উওর : [D] হাইড্রোমিটার


9. “পরিবাহীর রোধ” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] অপটোমিটার

        [B] ওহম মিটার

        [C] ভোল্টমিটার

        [D] ওডোমিটার


উওর : [B] ওহম মিটার 


10. “অতিক্রান্ত দূরত্ব” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ওডোমিটার

        [B] ক্যালরিমিটার

        [C] ক্রোনোমিটার

        [D] বোলোমিটার


উওর : [A] ওডোমিটার


11. “ভূমিকম্পের তীব্রতা” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ল্যাকটোমিটার

        [B] অ্যামমিটার

        [C] সিসমোগ্রাফ

        [D] হাইড্রোমিটার


উওর : [C] সিসমোগ্রাফ


12.“মানব দেহের রক্তচাপ” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] হেলিওস্কোপ

        [B] স্প্রিডোমিটার

        [C] হাইড্রোটিমিটার

        [D] স্ফিগমোম্যানোমিটার


উওর : [D] স্ফিগমোম্যানোমিটার


13. “দুধের ঘনত্ব” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] লাক্সমিটার

        [B] ল্যাকটোমিটার

        [C] হাইড্রোটিমিটার

        [D] ডিউরোমিটার


উওর : [B] ল্যাকটোমিটার


14. “গ্যাসের চাপ” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ম্যানোমিটার

        [B] ব্যারোমিটার

        [C] হাইড্রোটিমিটার

        [D] অডিওমিটার


উওর : [A] ম্যানোমিটার


15. “কম্পন” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] অল্টিমিটার

        [B] অ্যামমিটার

        [C] অ্যাক্সিলেরোমিটার

        [D] ফ্যাদোমিটার


উওর : [C] অ্যাক্সিলেরোমিটার


16. “দূরত্ব” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ক্রোনোমিটার

        [B] অ্যাসিডিমিটার

        [C] ট্যাকোমিটার

        [D] স্টেনোমিটার


উওর : [D] স্টেনোমিটার


17. “তাপমাত্রা” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] পাইরোমিটার

        [B] থার্মোমিটার

        [C] স্টেথোস্কোপ

        [D] অ্যারিওমিটার


উওর : [B] থার্মোমিটার


18. “গতিবেগ” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] সাইক্লোমিটার

        [B] ক্যালরিমিটার

        [C] স্পিডোমিটার

        [D] অ্যারিওমিটার


উওর : [C] স্পিডোমিটার


19. “সময়” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ক্রোনোমিটার

        [B] ফটোটেলিগ্রাফ

        [C] ওডোমিটার

        [D] স্পাইরোমিটার


উওর : [A] ক্রোনোমিটার


20. “বৈদ্যুতিক বিভব” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ল্যাকটোমিটার

        [B] সাইটোমিটার

        [C] অ্যাটমোমিটার

        [D] ভোল্টমিটার


উওর : [D] ভোল্টমিটার


21. “বৃষ্টি” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] সায়ানোমিটার

        [B] রেইনগেজ

        [C] ল্যাকটোমিটার

        [D] সেক্সট্যান্ট


উওর : [B] রেইনগেজ


22. “আপেক্ষিক গুরুত্ব” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] অ্যারিওমিটার

        [B] মাইক্রোমিটার

        [C] ক্রেসকোগ্রাফ

        [D] ডেনড্রোমিটার


উওর : [A] অ্যারিওমিটার


23. “উদ্ভিদের বৃদ্ধি” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] রেনগেজ

        [B] ডেসিবেল

        [C] ক্রেসকোগ্রাফ

        [D] লুসিমিটার


উওর : [C] ক্রেসকোগ্রাফ


24. “আলোর তীব্রতা” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] হাইড্রোস্কোপ

        [B] লুসিমিটার

        [C] কোনিমিটার

        [D] ওহমমিটার


উওর : [B] লুসিমিটার


25. “হৃৎপিন্ডের গতি” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ফটোটেলিগ্রাফ

        [B] ভোল্টমিটার

        [C] কোনিমিটার

        [D] কার্ডিওগ্রাফ


উওর : [D] কার্ডিওগ্রাফ


26. “তাপ” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ক্যালরিমিটার

        [B] পাইরোমিটার

        [C] সাইক্লোমিটার

        [D] সাইটোমিটার


উওর : [A] ক্যালরিমিটার


27. “উড়োজাহাজের গতি” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] গ্যালভানোমিটার

        [B] ইলেক্ট্রোস্কোপ

        [C] ট্যাকোমিটার

        [D] টেনসিওমিটার


উওর : [C] ট্যাকোমিটার


28. “আলোর গতি” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ফটোটেলিগ্রাফ

        [B] স্টেথোস্কোপ

        [C] ট্যাকোমিটার

        [D] থার্মোমিটার


উওর : [A] ফটোটেলিগ্রাফ


29. “কোষ” গণনার যন্ত্রের নাম কী ?


        [A] সাইক্লোমিটার

        [B] সাইটোমিটার

        [C] অ্যাটমোমিটার

        [D] ভোল্টমিটার


উওর : [B] সাইটোমিটার


30. “গাছ” পরিমাপক যন্ত্রের নাম কী ?


        [A] ক্রেসকোগ্রাফ

        [B] লুসিমিটার

        [C] ডেনড্রোমিটার

        [D] থার্মোমিটার


উওর : [C] ডেনড্রোমিটার

  

 File Details :


File Name : বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম


File Format: PDF


No. of Pages: 30


File Size: 501 KB


Click Here to Download


Join Our Telegram Channel -👇👇


Click Here 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ