Ad Code

Responsive Advertisement

বিখ্যাত খেলোয়াড়দের ডাকনাম MCQ প্রশ্ন উত্তর PDF || Nicknames Of Famous Sports Players

বিখ্যাত খেলোয়াড়দের ডাকনাম : 


 নমস্কার বন্ধুরা,


এই পোস্টে বিখ্যাত খেলোয়াড়দের ডাকনাম এই টপিক টি থেকে MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় Nicknames Of Famous Sports Players এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন গুলো ভালো করে পড়ে নিও এবং PDF টির Download link শেষে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।

        বিখ্যাত খেলোয়াড়দের ডাকনাম

1. “ক্যাপ্টেন কুল” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] শচীন তেন্ডুলকর
        [B] সৌরভ গাঙ্গুলি
        [C] মহেন্দ্র সিং ধোনি
        [D] বিরাট কোহলি

উত্তর : [C] মহেন্দ্র সিং ধোনি

2. “উইজার্ড / হকির যাদুকর” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] মেজর ধ্যানচাঁদ
        [B] ক্রিস গেইল
        [C] পি. টি. ঊষা
        [D] ন্যাথান অ্যাসলে

উত্তর : [A] মেজর ধ্যানচাঁদ

3. কোন খেলোয়াড় “ভারতের উড়ন্ত শিখ” নামে পরিচিত ?

        [A] হিমা দাস
        [B] মিলখা সিং
        [C] বাইচুং ভুটিয়া
        [D] ধ্যানচাঁদ

উত্তর : [B] মিলখা সিং

4. “হিটম্যান” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] রাহুল দ্রাবিড়
        [B] বিরাট কোহলি
        [C] যুবরাজ সিং
        [D] রোহিত শর্মা

উত্তর : [D] রোহিত শর্মা

5. কোন খেলোয়াড় “গোল্ডেন বয়” নামে পরিচিত ?

        [A] নীরজ চোপড়া
        [B] বীরেন্দ্র সেহবাগ
        [C] বিজয় মাঞ্জেরেকার
        [D] কৃষ্ণযাচারী শ্রীকান্ত

উত্তর : [A] নীরজ চোপড়া

6. “মাস্টার ব্লাস্টার” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] অনিল কুম্বলে
        [B] বিরাট কোহলি
        [C] শচীন তেন্ডুলকর
        [D] কপিল দেব

উত্তর : [C] শচীন তেন্ডুলকর

7. “চিকু / দ্য রানমেশিন” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] রোহিত শর্মা
        [B] বিরাট কোহলি
        [C] রাহুল দ্রাবিড়
        [D] গৌতম গম্ভীর

উত্তর : [B] বিরাট কোহলি

8. “লিটল মাস্টার” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] সুনীল গাভাস্কার
        [B] বীরেন্দ্র সেহবাগ
        [C] হরভজন সিং
        [D] অনিল কুম্বলে

উত্তর : [A] সুনীল গাভাস্কার

9. কোন খেলোয়াড় “গোল্ডেন গার্ল / Payyoli Express” নামে পরিচিত ?

        [A] জোয়েল গার্নার
        [B] হিমা দাস
        [C] নীরজ চোপড়া
        [D] পি. টি. ঊষা

উত্তর : [D] পি. টি. ঊষা

10. কোন খেলোয়াড় “ধিং এক্সপ্রেস” নামে পরিচিত ?

        [A] মিতালী রাজ 
        [B] পি. টি. ঊষা
        [C] হিমা দাস
        [D] মেরি কম

উত্তর : [C] হিমা দাস

11. “হরিয়ানা হ্যারিকেন” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] অনিল কুম্বলে
        [B] কপিল দেব
        [C] হরভজন সিং
        [D] রাহুল দ্রাবিড়

উত্তর : [B] কপিল দেব

12.“দাদা / প্রিন্স অব কলকাতা” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] সৌরভ গাঙ্গুলি
        [B] শচীন তেন্ডুলকর
        [C] বীরেন্দ্র সেহবাগ
        [D] রাহুল দ্রাবিড়

উত্তর : [A] সৌরভ গাঙ্গুলি

13. “দ্য ওয়াল / জ্যামি” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] মহেন্দ্র সিং ধোনি
        [B] রোহিত শর্মা
        [C] যুবরাজ সিং
        [D] রাহুল দ্রাবিড়

উত্তর : [D] রাহুল দ্রাবিড়

14. “Super Mom” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] পি টি উষা
        [B] হিমা দাস 
        [C] মেরি কম 
        [D] লাভলিনা বরগোঁহাই 

উত্তর : [C] মেরি কম 

15. “জাম্বো” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] মহেন্দ্র সিং ধোনি
        [B] অনিল কুম্বলে
        [C] হরভজন সিং
        [D] গৌতম গম্ভীর

উত্তর : [B] অনিল কুম্বলে

16. “ভাজ্জি / টারবুনেটর” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] হরভজন সিং
        [B] শিখর ধাওয়ান
        [C] গৌতম গম্ভীর
        [D] বিরাট কোহলি

উত্তর : [A] হরভজন সিং

17. “গব্বর” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] অনিল কুম্বলে
        [B] বীরেন্দ্র সেহবাগ
        [C] গৌতম গম্ভীর
        [D] শিখর ধাওয়ান

উত্তর : [D] শিখর ধাওয়ান

18. “সিক্স মেশিন” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] ব্রেট লি
        [B] বীরেন্দ্র সেহবাগ
        [C] ক্রিস গেইল
        [D] জোয়েল গার্নার

উত্তর : [C] ক্রিস গেইল

19. “প্রিন্স” কোন বিখ্যাত খেলোয়াড়ের ডাকনাম ?

        [A] ব্রায়ান লারা
        [B] ইমরান খান
        [C] ক্রিস গেইল
        [D] ন্যাথান অ্যাসলের

উত্তর : [A] ব্রায়ান লারা

20. কোন খেলোয়াড় “ফুটবল সম্রাট” নামে পরিচিত ?

        [A] পিট সাম্প্রাস
        [B] পেলে
        [C] জিকো
        [D] আর্থার অ্যাশ

উত্তর : [B] পেলে
  
  
File Details :

File Name : বিখ্যাত খেলোয়াড়দের ডাকনাম 

File Format: PDF

No. of Pages: 20

File Size: 1.12 MB




Join Our Telegram Channel -👇👇


  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ