Ad Code

Responsive Advertisement

কে কার আমলে ভারতে আসেন MCQ প্রশ্ন উত্তর PDF || Famous Foreign Travellers To India

কে কার আমলে ভারতে আসেন : 


নমস্কার বন্ধুরা,

এই পোস্টে কে কার আমলে ভারতে আসেন এই টপিক টি থেকে MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় Famous Foreign Travellers To India এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন গুলো ভালো করে পড়ে নিও এবং PDF টির Download link শেষে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।


      কে কার আমলে ভারতে আসেন


 1. “ফা-হিয়েন” কার রাজত্বকালে ভারতে আসেন ?


        [A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

        [B] বিন্দুসার

        [C] প্রথম দেবরায়

        [D] কৃষ্ণদেব রায়


উত্তর : [A] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

■ তিনি ছিলেন প্রথম চীনা পর্যটক, বৌদ্ধ ধর্মগ্রন্থের ধ্বংসাবশেষ সংগ্রহ করতে ভারতে আসেন ।


2. “ইবন বতুতা” কার রাজত্বকালে ভারতে আসেন ?


        [A] হর্ষবর্ধন

        [B] চন্দ্ৰগুপ্ত মৌর্য

        [C] মহম্মদ বিন-তুঘলক

        [D] বিন্দুসার


উত্তর : [C] মহম্মদ বিন-তুঘলক


3. “টমাস রো” কার আমলে ভারতে আসেন ?


        [A] ঔরঙ্গজেব

        [B] জাহাঙ্গীর

        [C] প্রথম দেবরায়

        [D] বাবর


উত্তর : [B] জাহাঙ্গীর


 4. “মেগাস্থিনিস” কার রাজত্বকালে ভারতে আসেন ?


        [A] শাহজাহান

        [B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

        [C] জাহাঙ্গীর

        [D] চন্দ্ৰগুপ্ত মৌর্য


উত্তর : [D] চন্দ্ৰগুপ্ত মৌর্য

■ মেগাস্থিনিস “ইন্ডিকা” গ্রন্থটি রচনা করেন ।


5. “হিউয়েন সাং” কার রাজত্বকালে ভারতে আসেন ?


        [A] বিন্দুসার

        [B] হর্ষবর্ধন

        [C] শাহজাহান

        [D] কৃষ্ণদেব রায়


উত্তর : [B] হর্ষবর্ধন

■ তাঁর রচিত দুটি গ্রন্থ হল -“সি-ইউ-কী” ও “রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ।


6. “দেইমাকস” কার রাজত্বকালে ভারতে আসেন ?


        [A] বিন্দুসার

        [B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

        [C] শাহজাহান

        [D] চন্দ্ৰগুপ্ত মৌর্য


উত্তর : [A] বিন্দুসার


7. “বার্নিয়ে” কার আমলে ভারতে আসেন ?


        [A] জাহাঙ্গীর

        [B] মহম্মদ বিন-তুঘলক

        [C] শাহজাহান

        [D] বিন্দুসার


উত্তর : [C] শাহজাহান


8. “ফ্রান্সিসকো পেলসার্ট” কার রাজত্বকালে ভারতে আসেন ?

        [A] বাবর

        [B] শাহজাহান

        [C] ঔরঙ্গজেব

        [D] জাহাঙ্গীর


উত্তর : [D] জাহাঙ্গীর


9.“আব্দুর রজ্জাক” কার রাজত্বকালে ভারতে আসেন ?


        [A] কৃষ্ণদেব রায়

        [B] দ্বিতীয় দেবরায়

        [C] হুমায়ুন 

        [D] আকবর 


উত্তর : [B] দ্বিতীয় দেবরায়


10. “ডোমিনিগো পেজ” কার রাজত্বকালে ভারতে আসেন ?


        [A] কৃষ্ণদেব রায়

        [B] হর্ষবর্ধন

        [C] হুমায়ুন 

        [D] শাহজাহান 


উত্তর : [A] কৃষ্ণদেব রায়


11. “পিটার মুণ্ডি” কার রাজত্বকালে ভারতে আসেন ?


        [A] জাহাঙ্গীর

        [B] বিন্দুসার

        [C] শাহজাহান 

        [D] প্রথম দেবরায়


উত্তর : [C] শাহজাহান 


12. “তেভানিয়ে” কার রাজত্বকালে ভারতে আসেন ?


        [A] শাহজাহান

        [B] প্রথম দেবরায়

        [C] চন্দ্ৰগুপ্ত মৌর্য 

        [D] হর্ষবর্ধন


উত্তর : [A] শাহজাহান


13. “উইলিয়াম হকিন্স” কার রাজত্বকালে ভারতে আসেন ?


        [A] ঔরঙ্গজেব

        [B] জাহাঙ্গীর

        [C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

        [D] কেউই নয় 


উত্তর : [B] জাহাঙ্গীর


14. “মানুচি” কার সময়ে ভারতে আসেন ?


        [A] মহম্মদ বিন-তুঘলক

        [B] জাহাঙ্গীর

        [C] প্রথম দেবরায়

        [D] ঔরঙ্গজেব


উত্তর : [D] ঔরঙ্গজেব


15. “স্যার উইলিয়াম নোরিস” কার সময়ে ভারতে আসেন ?


        [A] চন্দ্ৰগুপ্ত মৌর্য

        [B] বিন্দুসার

        [C] ঔরঙ্গজেব

        [D] শাহজাহান


উত্তর : [C] ঔরঙ্গজেব


16. “নিকোলো কন্টি” কার সময়ে ভারতে আসেন ?


        [A] প্রথম দেবরায়

        [B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

        [C] দ্বিতীয় দেবরায়

        [D] বিন্দুসার


উত্তর : [D] বিন্দুসার


File Details :


File Name : কে কার আমলে ভারতে আসেন

File Format: PDF

No. of Pages: 16

File Size: 453 KB


Click Here to Download


Join Our Telegram Channel -👇👇


Click Here 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ