Ad Code

Responsive Advertisement

বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক MCQ প্রশ্ন উত্তর ও PDF || Historical Practices and their Promoters

ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক :


নমস্কার বন্ধুরা,

এই পোস্টে বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক এই টপিক টি থেকে 15 টি MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় ঐতিহাসিক প্রথা ও  প্রবর্তক এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন গুলো ভালো করে পড়ে নিও এবং PDF টির Download link শেষে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।


       ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক


1. “মনসবদারী প্রথা” কে প্রবর্তন করেন ?


        [A] গিয়াসুদ্দিন বলবন

        [B] আকবর

        [C] লর্ড কর্ণওয়ালিস

        [D] শেরশাহ


উত্তর : [B] আকবর


2. “কৌলিন্য প্রথা” কে প্রবর্তন করেন ?


        [A] বল্লাল সেন

        [B] আকবর

        [C] শেরশাহ

        [D] শিবাজী


উত্তর : [A] বল্লাল সেন


3. “রায়তওয়ারী প্রথা” কে প্রবর্তন করেন ?


       [A] হল্ট ম্যাকেঞ্জি

       [B] লর্ড কর্ণওয়ালিস

       [C] আলেকজান্ডার রিড ও টমাস মনরো

       [D] আলাউদ্দিন খিলজি


উত্তর : [C] আলেকজান্ডার রিড ও টমাস মনরো


4. “চিরস্থায়ী বন্দোবস্ত” কে প্রবর্তন করেন ?


        [A] নিজামুল মুল্ক

        [B] লর্ড কর্ণওয়ালিস

        [C] শাহু

        [D] লর্ড কর্ণওয়ালিস


উত্তর : [D] লর্ড কর্ণওয়ালিস


5. “পাট্টা ও কবুলিয়ত” কে প্রবর্তন করেন ?


        [A] শেরশাহ

        [B] টমাস মনরো

        [C] ইলতুৎমিস

        [D] গিয়াসুদ্দিন বলবন


উত্তর : [A] শেরশাহ


6. “দাগ ও হুলিয়া প্রথা” কে প্রবর্তন করেন ?


        [A] আকবর

        [B] আলাউদ্দিন খিলজি

        [C] ইলতুৎমিস

        [D] ফিরোজশাহ তুঘলক


উত্তর : [B] আলাউদ্দিন খিলজি


7. “ডাক ব্যবস্থা” কে প্রবর্তন করেন ?


        [A] নিজামুল মুল্ক

        [B] আলাউদ্দিন খিলজি

        [C] লর্ড কর্ণওয়ালিস

        [D] শেরশাহ


উত্তর : [D] শেরশাহ


8. “ঋণদান প্রথা” কে প্রবর্তন করেন ?


        [A] শিবাজী

        [B] গিয়াসুদ্দিন বলবন

        [C] বল্লাল সেন

        [D] ফিরোজশাহ তুঘলক


উত্তর : [D] ফিরোজশাহ তুঘলক


9. “সিজদা ও পাইবস” কে প্রবর্তন করেন ?


        [A] গিয়াসুদ্দিন বলবন

        [B] শিবাজী

        [C] আলাউদ্দিন খিলজি

        [D] শেরশাহ


উত্তর : [A] গিয়াসুদ্দিন বলবন


10. “মহলওয়ারী ব্যবস্থা” কে প্রবর্তন করেন ?


        [A] আলেকজান্ডার রিড

        [B] হল্ট ম্যাকেঞ্জি

        [C] শাহু

        [D] বল্লাল সেন


উত্তর : [B] হল্ট ম্যাকেঞ্জি


11. “চল্লিশচক্র ও ইক্তা প্রথা” কে প্রবর্তন করেন ?


        [A] শিবাজী

        [B] শেরশাহ

        [C] আলাউদ্দিন খিলজি

        [D] ইলতুৎমিস


উত্তর : [D] ইলতুৎমিস


12. “জিজিয়া, জাকাত ও খামস কর ব্যবস্থা” কে প্রবর্তন করেন ?

        [A] আলাউদ্দিন খিলজি

        [B] টমাস মনরো

        [C] ফিরোজশাহ তুঘলক

        [D] ইলতুৎমিস


উত্তর : [A] আলাউদ্দিন খিলজি


13. “ভাইয়াচারি ব্যবস্থা” কে প্রবর্তন করেন ?


       [A] লর্ড কর্ণওয়ালিস

        [B] শেরশাহ

        [C] এলফিনস্টোন ও ম্যাকেনজির

        [D] বল্লাল সেন


উত্তর : [C] এলফিনস্টোন ও ম্যাকেনজির


 14. “রেশনিং প্রথা” কে প্রবর্তন করেন ?


        [A] আলাউদ্দিন খিলজি

        [B] আকবর

        [C] ইলতুৎমিস

        [D] নিজামুল মুল্ক


উত্তর : [A] আলাউদ্দিন খিলজি


15. “ইক্তাদারী প্রথা” কে প্রবর্তন করেন ?


        [A] লর্ড কর্ণওয়ালিস

        [B] নিজামুল মুল্ক

        [C] ইলতুৎমিস

        [D] গিয়াসুদ্দিন বলবন


উত্তর : [B] নিজামুল মুল্ক

  

File Details :


File Name : বিভিন্ন ঐতিহাসিক প্রথা ও তার প্রবর্তক

File Format: PDF

No. of Pages: 15

File Size: 429 KB


Click Here to Download


Join Our Telegram Channel -👇👇


Click Here 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ