Ad Code

Responsive Advertisement

বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ MCQ প্রশ্ন উত্তর PDF || Meaning of Geographical Terms

বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ : 


নমস্কার বন্ধুরা,


এই পোস্টে বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ এই টপিক টি থেকে MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় Meaning of Geographical Terms এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন গুলো ভালো করে পড়ে নিও এবং PDF টির link শেষে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।

        বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ 

1. “মৌসুমী”- শব্দের অর্থ কী ? 

        [A] পাথুরে জমি
        [B] ঋতু
        [C] দ্বার বা দুয়ার 
        [D] শৈবাল

উওর : [B] ঋতু

2. “রাঢ়”- শব্দের অর্থ কী ? 

        [A] বরফ ঢাকা অঞ্চল
        [B] দিন
        [C] স্যাঁতসেঁতে 
        [D] পাথুরে জমি

উওর : [D] পাথুরে জমি

3. “ডুয়ার্স”- শব্দের অর্থ কী ? 

        [A] দ্বার বা দুয়ার
        [B] মৃতের দেশ
        [C] ক্ষুদ্র দেশ 
        [D] বিস্তৃত তৃণভূমি

উওর : [A] দ্বার বা দুয়ার

 4. “পম্পাস”- শব্দের অর্থ কী ? 

        [A] পথ
        [B] দিন
        [C] বিস্তীর্ণ সমভূমি
        [D] মালভূমি

উওর : [C] বিস্তীর্ণ সমভূমি

5. “অহ্ন”- শব্দের অর্থ কী ? 

        [A] স্যাঁতসেঁতে
        [B] দিন
        [C] অনুদৈর্ঘ্য উপত্যকা
        [D] বিস্তৃত তৃণভূমি

উওর : [B] দিন

6. “আয়ন”- শব্দের অর্থ কী ? 

        [A] পথ
        [B] মৃতের দেশ
        [C] স্যাঁতস্যাঁতে পাদদেশ
        [D] বহু দ্বীপের দেশ

উওর : [A] পথ

7. “বিষুব”- শব্দের অর্থ কী ? 

        [A] শৈবাল
        [B] বিস্তীর্ণ সমভূমি
        [C] দিন ও রাত্রি সমান
        [D] পাথুরে জমি

উওর : [C] দিন ও রাত্রি সমান

8. “তরাই”- শব্দের অর্থ কী ? 

        [A] মালভূমি
        [B] স্যাঁতস্যাঁতে পাদদেশ
        [C] বরফ ঢাকা অঞ্চল
        [D] মৃতের দেশ

উওর : [B] স্যাঁতস্যাঁতে পাদদেশ

9. “সাভানা”- শব্দের অর্থ কী ? 

        [A] অনুদৈর্ঘ্য উপত্যকা
        [B] ক্ষুদ্র দেশ
        [C] বরফ ঢাকা অঞ্চল
        [D] বিস্তৃত তৃণভূমি

উওর : [D] বিস্তৃত তৃণভূমি

10. “তুন্দ্রা”- শব্দের অর্থ কী ? 

        [A] শৈবাল/বরফ ঢাকা অঞ্চল
        [B] বিস্তীর্ণ সমভূমি
        [C] অনুদৈর্ঘ্য উপত্যকা
        [D] দ্বার বা দুয়ার

উওর : [A] শৈবাল/বরফ ঢাকা অঞ্চল

11. “দুন”- শব্দের অর্থ কী ? 

        [A] বহু দ্বীপের দেশ
        [B] সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমি 
        [C] অনুদৈর্ঘ্য উপত্যকা
        [D] দিন

উওর : [C] অনুদৈর্ঘ্য উপত্যকা

12. “শিল্ড”- শব্দের অর্থ কী ? 

        [A] বিস্তীর্ণ সমভূমি
        [B] সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমি / মালভূমি
        [C] পাথুরে জমি
        [D] ঋতু

উওর : [B] সুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমি / মালভূমি

13. “মাইক্রোনেশিয়া”- শব্দের অর্থ কী ? 

        [A] ক্ষুদ্র দেশ
        [B] বহু দ্বীপের দেশ
        [C] দ্বার বা দুয়ার
        [D] মৃতের দেশ

উওর : [A] ক্ষুদ্র দেশ

14. “মরুস্থলী”- শব্দের অর্থ কী ? 

        [A] শৈবাল
        [B] বিস্তৃত তৃণভূমি
        [C] স্যাঁতস্যাঁতে পাদদেশ
        [D] মৃতের দেশ

উওর : [D] মৃতের দেশ

15. “পলিনেশিয়া”- শব্দের অর্থ কী ? 

        [A] ক্ষুদ্র দেশ
        [B] বিস্তীর্ণ সমভূমি
        [C] বহু দ্বীপের দেশ
        [D] কোনটিই নয় 

উওর : [C] বহু দ্বীপের দেশ

16. “অস্ট্রেলিয়া”- শব্দের অর্থ কী ? 

        [A] এশিয়ার দক্ষিণাঞ্চল
        [B] অনুদৈর্ঘ্য উপত্যকা
        [C] বহু দ্বীপের দেশ
        [D] স্যাঁতস্যাঁতে পাদদেশ

উওর : [A] এশিয়ার দক্ষিণাঞ্চল

17. “চোমোলাংমা”- শব্দের অর্থ কী ? 

        [A] বহু দ্বীপের দেশ
        [B] মাউন্ট এভারেস্ট
        [C] ঢাল
        [D] দ্বার বা দুয়ার 

উওর : [B] মাউন্ট এভারেস্ট

File Details :

File Name : বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ

File Format: PDF

No. of Pages: 16

File Size: 437 KB




Join Our Telegram Channel -👇👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ