Ad Code

Responsive Advertisement

ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব PDF | Agricultural Revolutios In India PDF

বিভিন্ন কৃষি বিপ্লব :


নমস্কার বন্ধুরা,

আজকের এই পোস্টে ভারতের বিভিন্ন কৃষি বিপ্লবের প্রশ্ন ও উত্তর এবং PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় যেমন Wbcs, Railway, Police, SSC বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কৃষি বিপ্লব এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিও ও PDF টি ডাউনলোড করে নিও। 

             ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব

Q.1. “সবুজ বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : খাদ্যশস্য উৎপাদন ( প্রধানত ধান ও গম )
ভারতে জনক –  এম এস স্বামিনাথন
বিশ্বে জনক –  নরম্যান বড়লং

Q.2. “শ্বেত বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : দুধ উৎপাদন 
জনক – ভার্গিস কুরিয়েন

Q.3. “নীল বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : মৎস্য উৎপাদন
জনক – ড. অরুণ কৃষ্ণাণ

Q.4. “গোলাপী বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : পেঁয়াজ, চিংড়ি ও ঔষধ উৎপাদন
জনক – দুর্গেশ প্যাটেল 

Q.5. “হলুদ বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : তৈল বীজ উৎপাদন
জনক – শ্যাম পিট্রোডা

Q.6. “স্বর্ণালি বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : ফল ও মধু উৎপাদন 
জনক – নিরপেখ টুটেজ

Q.7. “রুপালী বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : ডিমের উৎপাদন 
জনক – ইন্দিরা গান্ধী

Q.8. “লাল বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : টমেটো ও মাংস উৎপাদন
জনক – বিশাল তিওয়ারি

Q.9. “গোল বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : আলু উৎপাদন

Q.10. “কালো বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : পেট্রোলিয়াম উৎপাদন

Q.11. “বাদামী বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : চামড়া, কোকো ও অপ্রচলিত শক্তি উৎপাদন

Q.12. “ধূসর বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : সার উৎপাদন

Q.13. “রুপালী তন্তু বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : তুলো উৎপাদন

Q.14. “সোনালী তন্তু বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : পাট উৎপাদন

Q.15. “সবুজ-সোনালী বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : বাঁশের ব্যবসা

Q.16. “প্রোটিন বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত ?

উওর : উচ্চ কৃষি উৎপাদন


File Details :

File Name: ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব

File Format: PDF

No. of Pages: 16

File Size: 653 KB




👉Join Our Telegram Channel -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ