Ad Code

Responsive Advertisement

ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল 2023 PDF || বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল 2023

 ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল 2023


              ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল 2023


নমস্কার বন্ধুরা,

আজকের এই পোস্টে ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ২০২৩ তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি । এখানে ভারতের সমস্ত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যপাল কে রয়েছেন তা নিয়ে আলোচনা করেছি । বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিও । 


       বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ২০২৩


1. অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : জগনমোহন রেড্ডি

রাজধানী – অমরাবতী

রাজ্যপাল - এস. আব্দুল নাজির


2. অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : প্রেমা খান্ডু

রাজধানী – ইটানগর

রাজ্যপাল - কৈবাল্য ত্রিবিক্রম পার্নায়েক


3. আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : হেমন্ত বিশ্ব শর্মা

রাজধানী – দিশপুর

রাজ্যপাল - গুলাবচাঁদ কাটারিয়া


4. বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : নীতিশ কুমার

রাজধানী – পাটনা

রাজ্যপাল - রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার


5. ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : ভূপেশ বাঘেল

রাজধানী – রায়পুর

রাজ্যপাল - বিশ্বভূষণ হরিচন্দন


6. গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : প্রমোদ সাওয়ান্ত

রাজধানী – পানাজি

রাজ্যপাল - পি. এস. শ্রীধরণ পিল্লাই


7. গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : ভূপেন্দ্রভাই প্যাটেল

রাজধানী – গান্ধীনগর

রাজ্যপাল - আচার্য দেবব্রত


8. হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : মনোহরলাল খট্টার

রাজধানী – চন্ডীগর

রাজ্যপাল - বন্দারু দত্তাত্রেয়া


9. হিমাচলপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : সুখবিন্দর সিং সুকু

রাজধানী – সিমলা

রাজ্যপাল - শিব প্রতাপ শুক্লা


10. ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : হেমন্ত সোরেন

রাজধানী – রাঁচী

রাজ্যপাল - সি.পি. রাধাকৃষ্ণণ


11. কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : শ্রী বাসবরাজ বোম্মাই

রাজধানী – বেঙ্গালুরু

রাজ্যপাল - থাওয়ার চাঁদ গেহলট


12. কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : পিনারায়ী বিজয়ন

রাজধানী – তিরুবন্তপূরম

রাজ্যপাল - আরিফ মহম্মদ খান


13. মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : শিবরাজ সিং চৌহান

রাজধানী – ভোপাল

রাজ্যপাল - মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল


14. মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : এন. বিরেন সিং

রাজধানী – ইম্ফল

রাজ্যপাল - অনুসূয়া উইকিয়ে


15. মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : একনাথ শিন্দে

রাজধানী – মুম্বাই

রাজ্যপাল - রমেশ বইস


16. মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : কনরাড সাংমা

রাজধানী – শিলং

রাজ্যপাল - ফাগু চৌহান


17. মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : জোরামথাঙ্গা

রাজধানী – আইজল

রাজ্যপাল - কামভাপাতি হরি বাবু


18. নাগাল্যাণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : নেফিউ রিও

রাজধানী – কোহিমা

রাজ্যপাল - লা গণেশন


19. ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : নবীন পটনায়েক

রাজধানী – ভুবনেশ্বর

রাজ্যপাল - গনেশী লাল


20. পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : ভগবন্ত মান

রাজধানী – চন্ডীগর

রাজ্যপাল - বনবারীলাল পুরোহিত


21. রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : অশোক গেহলট

রাজধানী – জয়পুর

রাজ্যপাল - কালরাজ মিশ্র


22. সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : প্রেম সিং তামাং

রাজধানী – গ্যাংটক

রাজ্যপাল - লক্ষ্মণ প্রসাদ


23. তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : এম. কে. স্টালিন

রাজধানী – চেন্নাই

রাজ্যপাল - আর.এন. রবি


24. তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : কে. চন্দ্রশেখর রাও

রাজধানী – হায়দ্রাবাদ

রাজ্যপাল - তামিলিসাই সৌন্দরারাজন


25. ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : মানিক সাহা

রাজধানী – আগরতলা

রাজ্যপাল - সত্যদেব নারায়ণ আর্য


26. উওরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : যোগী আদিত্যনাথ

রাজধানী – লক্ষ্ণৌ

রাজ্যপাল - আনন্দিবেন প্যাটেল


27. উওরাখন্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : পুষ্কর সিং ধামী

রাজধানী – দেরাদুন

রাজ্যপাল - গুরমিত সিং


28. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : মমতা বন্দ্যোপাধ্যায়

রাজধানী – কলকাতা

রাজ্যপাল - সি. ভি. আনন্দ বোস


29. দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ?

Ans : অরবিন্দ কেজরীয়াল

রাজধানী – নিউদিল্লি

রাজ্যপাল - বিনয় কুমার সাক্সেনা


File Details::

File Name: ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল 2023

File Format: PDF

No. of Pages: 15

File Size: 403 KB


Click Here to Download


👉Join Our Telegram Channel - Click Here 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ