Ad Code

Responsive Advertisement

আন্তর্জাতিক সীমারেখা PDF || বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা PDF

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা |International Border line of Countries :

              বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা

নমস্কার বন্ধুরা,

আজকের এই পোস্টে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা নিয়ে আলোচনা করছি এবং PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি । বিভিন্ন চাকরির পরীক্ষায় আন্তর্জাতিক সীমানা এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিও ।

              আন্তর্জাতিক সীমারেখা

1. ‘র‍্যাডক্লিফ লাইন’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর – ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত  

2. ‘ম্যাকমোহন লাইন’ কোন দুটি দেশকে পৃথক করেছে ?

উওর – ভারত ও চীন 

3. ‘তিন বিঘা করিডোর’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর – ভারত ও বাংলাদেশ 

4. ‘ডুরান্ড লাইন’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর – আফগানিস্তান ও পাকিস্তান

5. ‘ইংলিশ চ্যানেল’ কোন দুটি দেশকে পৃথক করেছে ?

উওর – ইংল্যান্ড ও ফ্রান্স

6. ‘পক প্রণালী’ কোন দুটি দেশকে ভাগ করেছে ?

উওর – ভারত ও শ্রীলঙ্কা

7. ‘লোহিত সাগর’ কোন দুটি মহাদেশের মাঝে অবস্থিত ?

উওর – এশিয়া ও আফ্রিকা

8.  ‘10° চ্যানেল’ কোন দুটি দ্বীপ কে বিভক্ত করেছে ?

উওর –  আন্দামান ও নিকোবর 

9. ‘জিব্রাল্টার প্রণালী’ কোন দুটি মহাদেশের মধ্যে অবস্থিত ?

উওর – ইউরোপ ও আফ্রিকা

10. ‘মালাক্কা প্রণালী’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর – মালয়েশিয়া ও সুমাত্রা

11. ‘গ্রেট চ্যানেল’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর – ভারত (আন্দামান-নিকোবর ) ও সুমাত্রা 

12.  ‘8 ডিগ্রি চ্যানেল’ কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত ?

উওর –  ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ 

13. ‘হিন্ডেনবার্গ লাইন’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর – জার্মানি ও ফ্রান্স

14. ‘সাত-এল-আরব’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর –  ইরাক ও ইরান 


15. ‘লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC)’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর – ভারত ও চীন 


16. ‘লাইন অফ কন্ট্রোল’ (LOC) কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর – ভারত ও পাকিস্তান

17.  ‘49 তম প্যারালাল’ (বৃহত্তম) কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর – মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা

18. ‘38 তম প্যারালাল’ কোন দুটি দেশকে বিভক্ত করেছে ?

উওর – উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া 

19.  ‘37 তম প্যারালাল’ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর – ভারত ও মায়ানমার

20. ‘24 তম প্যারালাল’ কোন দুটি দেশের মধ্যে 
অবস্থিত ?

উওর – ভারত ও পাকিস্তান

21. '17 তম প্যারালাল' কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর - উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম 

22. '16 তম প্যারালাল' কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উওর - নামিবিয়া ও অ্যাঙ্গোলা 


File Details::

File Name: আন্তর্জাতিক সীমারেখা

File Format: PDF

No. of Pages: 20

File Size: 1.3 MB





👉Join Our Telegram Channel - Click Here 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ