Ad Code

Responsive Advertisement

কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত MCQ প্রশ্ন উত্তর PDF || ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী

কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত : 


নমস্কার বন্ধুরা,

এই পোস্টে কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত এই টপিক টি থেকে MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন গুলো ভালো করে পড়ে নিও এবং PDF টির link শেষে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।

           কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত

1. “যামিনী কৃষ্ণমূর্তি” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] ভরতনাট্যম ও কুচিপুড়ি
        [B] কত্থক ও কথাকলি
        [C] মনিপুরী ও ভারতনাট্যম
        [D] ওড়িশি ও মনিপুরী

উত্তর : [A] ভরতনাট্যম ও কুচিপুড়ি

 2. “বিরজু মহারাজ” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] ভরতনাট্যম 
        [B] কথাকলি
        [C] কত্থক 
        [D] ওড়িশি

উওর : [C] কত্থক

3. “গুরু বিপিন সিং” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] ওডিসি 
        [B] মনিপুরি
        [C] ছৌ নাচ 
        [D] কুচিপুড়ি

উত্তর : [B] মনিপুরি

4.“তাঞ্জোর বালাসরস্বতী” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] কুচিপুড়ি 
        [B] কত্থক
        [C] মোহিনীঅট্টম
        [D] ভরতনাট্যম

উত্তর : D] ভরতনাট্যম

5. “সিতারা দেবী” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] কত্থক 
        [B] মনিপুরি
        [C] কুচিপুড়ি
        [D] কোনোটিই নয় 

উত্তর :  [A] কত্থক

6. “উদয় শংকর” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] কথাকলি 
        [B] ক্রিয়েটিভ ডান্স
        [C] কর্ণাটকী
        [D] ওড়িশি 

উত্তর : [B] ক্রিয়েটিভ ডান্স

 7. “কেলুচরণ মহাপাত্র” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] মনিপুরি 
        [B] ভারতনাট্যম
        [C] কুচিপুড়ি
        [D] ওডিসি 

উত্তর : [D] ওডিসি

8. “বিম্ববতী দেবী” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] কুচিপুড়ি 
        [B] কথাকলি
        [C] মনিপুরি
        [D] ওডিসি 

উত্তর : [C] মনিপুরি

9. “গুরু ভেমপতি চিন্না সত্যম” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] কুচিপুড়ি 
        [B] মনিপুরী
        [C] ওডিসি
        [D] কথাকলি

উত্তর : [A] কুচিপুড়ি

10. “পদ্মা সুব্রহ্মণ্যম” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] মনিপুরী 
        [B] কত্থক
        [C] ভরতনাট্যম
        [D] ওডিসি 

উত্তর : [C] ভরতনাট্যম

11. “সোনাল মানসিং” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] ধ্রুপদী সংগীত 
        [B] ভরতনাট্যম ও ওড়িশি
        [C] কর্ণাটকী
        [D] মনিপুরী 

উত্তর :  [B] ভরতনাট্যম ও ওড়িশি

12. “শ্রীমন্ত শংকরদেব” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] মনিপুরী
        [B] ছৌ নাচ
        [C] কৃষ্ণনাট্যম
        [D] সএীয়া 

উত্তর : [D] সএীয়া

13.“মৃণালিনী সারাভাই” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] ভরতনাট্যম ও কথাকলি
        [B] ওড়িশি
        [C] কুচিপুড়ি
        [D] কত্থক 

উত্তর : A] ভরতনাট্যম ও কথাকলি

14. “কালামান্দালম কল্যাণীকুট্টি আম্মা” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] কথাকলি
        [B] মোহিনীআট্টম
        [C] ভরতনাট্যম
        [D] কথাকলি 

উত্তর : [B] মোহিনীআট্টম

15. “Alarmel Velli” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] ওড়িশি 
        [B] কথাকলি
        [C] ভরতনাট্যম
        [D] কত্থক 

উত্তর : [C] ভরতনাট্যম

16. “রুক্মিণী দেবী” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] ভরতনাট্যম 
        [B] কথাকলি
        [C] ওডিসি
        [D] কুচিপুড়ি 

উত্তর : [A] ভরতনাট্যম

17. “শম্ভু মহারাজ” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] মনিপুরি 
        [B] ভরতনাট্যম
        [C] ছৌ নাচ
        [D] কত্থক 

উত্তর : [D] কত্থক

18. “শোভনা নারায়ণ” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] ভরতনাট্যম 
        [B] কত্থক
        [C] ওডিসি
        [D] কুচিপুড়ি 

উত্তর : [B] কত্থক

19. “কুমারী কমলা” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] কত্থক 
        [B] মনিপুরি
        [C] ওডিসি
        [D] কালবেলিয়া 

উত্তর : [A] কত্থক

20. “ভি সত্যনারায়ন শর্মা ” কোন নৃত্যের সঙ্গে যুক্ত ?

        [A] মোহিনীঅট্টম 
        [B] মনিপুরি
        [C] কুচিপুড়ি
        [D] ওডিসি 

উত্তর : [C] কুচিপুড়ি

File Details :

File Name : কে কোন নৃত্যের সঙ্গে যুক্ত

File Format: PDF

No. of Pages: 20

File Size: 950 KB




Join Our Telegram Channel -👇👇



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ