Ad Code

Responsive Advertisement

ভারতের বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি MCQ প্রশ্ন উত্তর PDF || Historical Quotes and Slogan of Indian Famous People

ভারতের বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি ও স্লোগান :  


নমস্কার বন্ধুরা,

এই পোস্টে ভারতের বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি ও স্লোগান এই টপিক টি থেকে MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় Historical Quotes and Slogan of Indian Famous People এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন গুলো ভালো করে পড়ে নিও এবং PDF টির link শেষে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।

 ভারতের বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি

1. “স্বরাজ আমার জন্মগত অধিকার” উক্তিটি কার ?

        [A] বাল গঙ্গাধর তিলক
        [B] রবীন্দ্রনাথ ঠাকুর
        [C] ইন্দিরা গান্ধি
        [D] লাল বাহাদুর শাস্ত্রী

উত্তর : [A] বাল গঙ্গাধর তিলক

2. “বন্দেমাতরম” উক্তিটি কার ?

        [A] নেতাজি সুভাষ চন্দ্র বসু
        [B] ভগৎ সিং
        [C] বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়
        [D] মহাত্মা গান্ধী

উত্তর : [C] বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়

3. “করেঙ্গে ইয়া মরেঙ্গে” উক্তিটি কার ?

        [A] জহর লাল নেহেরু
        [B] মহাত্মা গান্ধী
        [C] লাল বাহাদুর শাস্ত্রী
        [D] বিনোভা ভাবে

উত্তর : [B] মহাত্মা গান্ধী

4. “ইনকিলাব জিন্দাবাদ” উক্তিটি কার ?

        [A] সর্দার বল্লভ ভাই প্যাটেল
        [B] রবীন্দ্রনাথ ঠাকুর
        [C] বাল গঙ্গাধর তিলক
        [D] ভগৎ সিং

উত্তর : [D] ভগৎ সিং

 5. “দিল্লী চলো” উক্তিটি কার ?

        [A] নেতাজি সুভাষ চন্দ্র বসু
        [B] ইন্দিরা গান্ধি
        [C] লাল বাহাদুর শাস্ত্রী
        [D] জয় প্রকাশ নারায়ণ

উত্তর : [A] নেতাজি সুভাষ চন্দ্র বসু

6. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের
স্বাধীনতা দেবো” উক্তিটি কার ?

        [A] মহাত্মা গান্ধী
        [B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
        [C] ভগৎ সিং
        [D] নেতাজি সুভাষ চন্দ্র বসু

উত্তর : [D] নেতাজি সুভাষ চন্দ্র বসু

7. “জন গন মন অধিনায়ক জয় হে” উক্তিটি কার ?

        [A] সর্দার বল্লভ ভাই প্যাটেল
        [B] রবীন্দ্রনাথ ঠাকুর
        [C] নেতাজি সুভাষ চন্দ্র বসু
        [D] বিনোভা ভাবে

উত্তর : [B] রবীন্দ্রনাথ ঠাকুর

8. “ভারত ছাড়ো” উক্তিটি কার ?

        [A] মহাত্মা গান্ধী
        [B] রবীন্দ্রনাথ ঠাকুর
        [C] লাল বাহাদুর শাস্ত্রী
        [D] জহর লাল নেহেরু

উত্তর : [A] মহাত্মা গান্ধী

9. “জয় হিন্দ” উক্তিটি কার ?

        [A] ভগৎ সিং
        [B] মহাত্মা গান্ধী
        [C] নেতাজি সুভাষ চন্দ্র বসু
        [D] ভারতেন্দু হরিশচন্দ্র

উত্তর : [C] নেতাজি সুভাষ চন্দ্র বসু

 10. “জয় জওয়ান জয় কিষাণ” উক্তিটি কার ?

        [A] রবীন্দ্রনাথ ঠাকুর
        [B] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
        [C] জয় প্রকাশ নারায়ণ
        [D] লাল বাহাদুর শাস্ত্রী

উত্তর : [D] লাল বাহাদুর শাস্ত্রী

11. “দেশ বাচাও দেশ বানাও” উক্তিটি কার ?

        [A] পি.ভি. নরসিমা রাও
        [B] সঞ্জয় গান্ধী
        [C] মুরলী মনোহর জোশি
        [D] মহম্মদ ইকবাল

উত্তর : [A] পি.ভি. নরসিমা রাও

12. “সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা” উক্তিটি কার ?

        [A] ভগৎ সিং
        [B] মহম্মদ ইকবাল
        [C] মুরলী মনোহর জোশি
        [D] নেতাজি সুভাষ চন্দ্র বসু

উত্তর : [B] মহম্মদ ইকবাল

13. “জয় জগৎ” উক্তিটি কার ?

        [A] রবীন্দ্রনাথ ঠাকুর
        [B] লাল বাহাদুর শাস্ত্রী
        [C] বিনোভা ভাবে
        [D] মহাত্মা গান্ধী

উত্তর : [C] বিনোভা ভাবে

14. “পূর্ন স্বরাজ” উক্তিটি কার ?

        [A] জহর লাল নেহেরু
        [B] ভারতেন্দু হরিশচন্দ্র
        [C] মহাত্মা গান্ধী
        [D] ভগৎ সিং

উত্তর : [A] জহর লাল নেহেরু

15. “হিন্দু, হিন্দু, হিন্দুস্তান” উক্তিটি কার ?

        [A] মহাত্মা গান্ধী
        [B] নেতাজি সুভাষ চন্দ্র বসু
        [C] জহর লাল নেহেরু
        [D] ভারতেন্দু হরিশচন্দ্র

উত্তর : [D] ভারতেন্দু হরিশচন্দ্র

16. “আরাম হারাম হ্যাঁয়” উক্তিটি কার ?

        [A] জয় প্রকাশ নারায়ণ
        [B] জহর লাল নেহেরু
        [C] লাল বাহাদুর শাস্ত্রী
        [D] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর : [B] জহর লাল নেহেরু

17. “সাম্রাজ্যবাদ কা নাশ হো” উক্তিটি কার ?

        [A] মহম্মদ ইকবাল
        [B] মহাত্মা গান্ধী
        [C] ভগৎ সিং
        [D] সঞ্জয় গান্ধী

উত্তর : [C] ভগৎ সিং

18. “সত্যমেব জয়তে” উক্তিটি কার ?

        [A] মদন মোহন মালব্য
        [B] বাল গঙ্গাধর তিলক
        [C] লাল বাহাদুর শাস্ত্রী
        [D] জহর লাল নেহেরু

উত্তর : [A] মদন মোহন মালব্য

19. “মেরা ভারত মহান হ্যায়” উক্তিটি কার ?

        [A] রানী লক্ষ্মীবাই
        [B] মঙ্গল পান্ডে
        [C] ভগৎ সিং
        [D] রাজীব গান্ধী

উত্তর : [D] রাজীব গান্ধী

20. “সাইমন গো ব্যাক” উক্তিটি কার ?

        [A] বাল গঙ্গাধর তিলক
        [B] লালা লাজপত রায়
        [C] রবীন্দ্রনাথ ঠাকুর
        [D] জয় প্রকাশ নারায়ণ

উত্তর : [B] লালা লাজপত রায়

21. “গরীবি হাটাও” উক্তিটি কার ?

        [A] ইন্দিরা গান্ধি
        [B] সুভাষচন্দ্র বসু
        [C] মহাত্মা গান্ধি
        [D] রাম প্রসাদ বিসমিল

উত্তর : [A] ইন্দিরা গান্ধি

22. “জয় জওয়ান, জয় কিষান ও জয় বিজ্ঞান” উক্তিটি কার ?

        [A] পি.ভি. নরসিমা রাও
        [B] মদন মোহন মালব্য
        [C] অটল বিহারী বাজপেয়ী
        [D] মহম্মদ ইকবাল

উত্তর : [C] অটল বিহারী বাজপেয়ী

File Details :

File Name : ভারতের বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি

File Format: PDF

No. of Pages: 22

File Size: 429 KB




Join Our Telegram Channel -👇👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ