Ad Code

Responsive Advertisement

ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল MCQ প্রশ্ন উত্তর PDF || Important Wars and Battles in Indian History

 ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল :


নমস্কার বন্ধুরা,


এই পোস্টে ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল এই টপিক টি থেকে MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন গুলো ভালো করে পড়ে নিও এবং PDF টির link শেষে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।

             গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল

1. “কলিঙ্গ যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ৩২৬ খ্রি: পু:
        [B] ২৬১ খ্রি: পু:
        [C] ৩৬১ খ্রি: পু:
        [D] ৩৫১ খ্রি: পু:

উত্তর : [B] ২৬১ খ্রি: পু:

প্রতিপক্ষ : অশোক ও কলিঙ্গরাজ
বিজয়ী : অশোক

2. “হিদাসপিসের যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ৩২৬ খ্রি: পু:
        [B] ৩৬১ খ্রি: পু:
        [C] ২৬৫ খ্রি: পু:
        [D] ৩৪২ খ্রি: পু:

উত্তর : [A] ৩২৬ খ্রি: পু:

প্রতিপক্ষ : আলেকজান্ডার ও পুরুরাজ
বিজয়ী : আলেকজান্ডার

3. “প্ৰথম তরাইনের যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১১৪৯ খ্রি: 
        [B] ১২৩১ খ্রি: 
        [C] ১১৭১ খ্রি:
        [D] ১১৯১ খ্রি:

উত্তর : [D] ১১৯১ খ্রি:

প্রতিপক্ষ : পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘোরী
বিজয়ী : পৃথ্বীরাজ চৌহান

4. “তরাইনের দ্বিতীয় যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১১৯১ খ্রি:
        [B] ১২৯১ খ্রি: 
        [C] ১১৯২ খ্রি:
        [D] ১১৯৩ খ্রি:

উত্তর : [C] ১১৯২ খ্রি:

প্রতিপক্ষ : মহম্মদ ঘোরী এবং পৃথ্বীরাজ চৌহান
বিজয়ী : মহম্মদ ঘোরী

5. “পানিপথের প্রথম যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৫২৬ খ্রি:
        [B] ১৫২১ খ্রি: 
        [C] ১৫২৭ খ্রি:
        [D] ১৬২৫ খ্রি:

উত্তর : [A] ১৫২৬ খ্রি:

প্রতিপক্ষ : বাবর এবং ইব্রাহিম লোদী
বিজয়ী : বাবর

6. “খানুয়ার যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১১৯১ খ্রি:
        [B] ১৫২৭ খ্রি: 
        [C] ১১৯৪ খ্রি:
        [D] ১৫২৫ খ্রি:

উত্তর : [B] ১৫২৭ খ্রি:

প্রতিপক্ষ : বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহ
বিজয়ী : বাবর

7. “ঘর্ঘরার যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৬৫৮ খ্রি:
        [B] ১৫৭৬ খ্রি: 
        [C] ১৫২৭ খ্রি:
        [D] ১৫২৯ খ্রি:

উত্তর : [D] ১৫২৯ খ্রি:

প্রতিপক্ষ : বাবর ও আফগান শাসক
বিজয়ী : বাবর

8. “চৌসার যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৫৩৯ খ্রি:
        [B] ১৫৫৬ খ্রি: 
        [C] ১৫২৭ খ্রি:
        [D] ১১৯২ খ্রি:

উত্তর : [A] ১৫৩৯ খ্রি:

প্রতিপক্ষ : শেরশাহ এবং হুমায়ুন
বিজয়ী : শেরশাহ

9. “কনৌজের যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৭৩৭ খ্রি:
        [B] ১৫৫৬ খ্রি: 
        [C] ১৫৪০ খ্রি:
        [D] ১৬৫৮ খ্রি:

উত্তর : [C] ১৫৪০ খ্রি:

প্রতিপক্ষ : শেরশাহ এবং হুমায়ুন
বিজয়ী : শেরশাহ

10. “দ্বিতীয় পানিপথের যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৫৪০ খ্রি:
        [B] ১৫৫৬ খ্রি: 
        [C] ১৫৩৪ খ্রি:
        [D] ১৬৫৯ খ্রি:

উত্তর : [B] ১৫৫৬ খ্রি: 

প্রতিপক্ষ : বৈরাম খাঁ (আকবর) ও হিমু (আদিল শাহ)
বিজয়ী : বৈরাম খাঁ

11. “হলদিঘাটের যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৬৫৮ খ্রি:
        [B] ১৭৩৭ খ্রি: 
        [C] ১৫৩৪ খ্রি:
        [D] ১৫৭৬ খ্রি:

উত্তর : [D] ১৫৭৬ খ্রি:

প্রতিপক্ষ : আকবর এবং রাণাপ্রতাপ
বিজয়ী : আকবর

12. “পলাশীর যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৭৫৭ খ্রি:
        [B] ১৭৪৬ খ্রি: 
        [C] ১৬৫৯ খ্রি:
        [D] ১৫৭৬ খ্রি:

উত্তর : [A] ১৭৫৭ খ্রি:

প্রতিপক্ষ : ইংরেজ এবং সিরাজউদ্দৌলা
বিজয়ী : ইংরেজ

13. “ভোপাল যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৭৬০ খ্রি:
        [B] ১৭৪৬ খ্রি: 
        [C] ১৭৩৭ খ্রি:
        [D] ১৮১৫ খ্রি:

উত্তর : [C] ১৭৩৭ খ্রি:

প্রতিপক্ষ : প্রথম বাজিরাও এবং নিজাম-উল মূলক 
বিজয়ী : প্রথম বাজিরাও 

14. “তৃতীয় পানিপথের যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৭৬৪ খ্রি:
        [B] ১৭৬১ খ্রি:
        [C] ১৭৩৭ খ্রি:
        [D] ১৭৯৯ খ্রি:

উত্তর : [B] ১৭৬১ খ্রি:

প্রতিপক্ষ : ইংরেজ (আহমেদ শাহ আবদালি) এবং মারাঠা বিজয়ী : ইংরেজ

15. “বক্সারের যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৭৬৪ খ্রি: 
        [B] ১৬৫৮ খ্রি: 
        [C] ১৭৪৬ খ্রি:
        [D] ১৭৬৭ খ্রি:

উত্তর : [A] ১৭৬৪ খ্রি: 

প্রতিপক্ষ : ইংরেজ এবং মিরকাশিম
বিজয়ী : ইংরেজ 

16. “প্রথম ইঙ্গ মহীশুর যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৭৬৪-৭১ খ্রি: 
        [B] ১৬৫৮-৬৭ খ্রি: 
        [C] ১৭৭৫-৮২ খ্রি:
        [D] ১৭৬৭-৬৯ খ্রি:

উত্তর : [D] ১৭৬৭-৬৯ খ্রি:

প্রতিপক্ষ : ইংরেজ এবং হায়দার আলী
বিজয়ী : ইংরেজ 

17. “প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৭৯০-৯২ খ্রি: 
        [B] ১৮১৫ খ্রি: 
        [C] ১৭৭৫-৮২ খ্রি:
        [D] ১৭৬৭-৬৯ খ্রি:

উত্তর : [C] ১৭৭৫-৮২ খ্রি:

প্রতিপক্ষ : মারাঠা এবং ওয়ারেন হেস্টিংস
বিজয়ী : মারাঠা 

18. “দ্বিতীয় ইঙ্গ মহীশুর যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৭৬০ খ্রি: 
        [B] ১৭৮০-৮৪ খ্রি: 
        [C] ১৭৭৫-৮২ খ্রি:
        [D] ১৮০৩-০৫ খ্রি:

উত্তর : [B] ১৭৮০-৮৪ খ্রি: 

প্রতিপক্ষ : হায়দার আলী এবং ইংরেজ
বিজয়ী : হায়দার আলী 

19. “তৃতীয় ইঙ্গ মহীশুর যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৭৯০-৯২ খ্রি: 
        [B] ১৭৭৫-৮২ খ্রি: 
        [C] ১৭৭৫-৮২ খ্রি:
        [D] ১৭৬৭-৬৯ খ্রি:

উত্তর : [A] ১৭৯০-৯২ খ্রি: 

প্রতিপক্ষ : ইংরেজ এবং টিপু সুলতান
বিজয়ী : ইংরেজ

20. “চতুর্থ ইঙ্গ মহীশুর যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৭৬০ খ্রি: 
        [B] ১৭৭৫-৮২ খ্রি: 
        [C] ১৭৯৯ খ্রি:
        [D] ১৭৯৫ খ্রি:

উত্তর : [C] ১৭৯৯ খ্রি:

প্রতিপক্ষ : ইংরেজ এবং টিপু সুলতান
বিজয়ী : ইংরেজ

21. “কার্গিল যুদ্ধ” কত সালে হয়েছিল ?

        [A] ১৮১৭ খ্রি: 
        [B] ১৮৪৫ খ্রি: 
        [C] ১৯৯৯ খ্রি:
        [D] ১৭৯৫ খ্রি::

প্রতিপক্ষ : ভারত ও পাকিস্তান
বিজয়ী : ভারত

উত্তর : [C] ১৯৯৯ খ্রি:

  
File Details :

File Name : ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল 

File Format: PDF

No. of Pages: 21

File Size: 564 KB




Join Our Telegram Channel -👇👇

  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ