Ad Code

Responsive Advertisement

ঐতিহাসিক প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা MCQ প্রশ্ন উত্তর PDF || Historical Organizations & Their Founders

ঐতিহাসিক প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা : 


নমস্কার বন্ধুরা,


আজকের এই পোস্টে বিভিন্ন ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতা থেকে MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম । বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন Wbcs, Railway, Police, SSC পরীক্ষায় ঐতিহাসিক সমাজ-সমিতি ও তাদের প্রতিষ্ঠাতা এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন গুলো ভালো করে পড়ে নিও এবং PDF টির link শেষে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।

     ঐতিহাসিক প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা

1. “তত্ত্ববোধিনী” সভার প্রতিষ্ঠাতা কে ?

        [A] দেবেন্দ্রনাথ ঠাকুর
        [B] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
        [C] কৃষ্ণ কুমার মিত্র
        [D] কেশব চন্দ্র সেন

উত্তর : [A] দেবেন্দ্রনাথ ঠাকুর

2. “আত্মীয় সভা” কে প্রতিষ্ঠিতা করেন ?

        [A] দয়ানন্দ সরস্বতী
        [B] লালা লাজপৎ রায়
        [C] রাজা রামমোহন রায়
        [D] আত্মারাম পান্ডুরঙ্গ

উত্তর : [C] রাজা রামমোহন রায়

3. “আর্য সমাজের” প্রতিষ্ঠাতা কে ?

        [A] রাজা রামমোহন রায়
        [B] দয়ানন্দ সরস্বতী
        [C] মহাদেব গোবিন্দ রানাডে
        [D] বিদ্যাসাগর

উত্তর : [B] দয়ানন্দ সরস্বতী

4. “আজাদ হিন্দ বাহিনী” কে প্রতিষ্ঠা করেছিলেন ?

        [A] বিপিনচন্দ্র পাল
        [B] সুভাষচন্দ্র বসু
        [C] অরবিন্দ ঘোষ
        [D] রাসবিহারী বসু

উত্তর : [D] রাসবিহারী বসু

5. “কলকাতা মেডিকেল কলেজ” কে প্রতিষ্ঠা  
 করেছিলেন ?

        [A] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
        [B] লর্ড ডালহৌসী
        [C] বিদ্যাসাগর
        [D] রামমোহন রায়

উত্তর : [A] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

6. “প্রার্থনা সমাজ” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] স্বামী দয়ানন্দ সরস্বতী
        [B] রাজা রামমোহন রায়
        [C] আত্মারাম পান্ডুরঙ্গ
        [D] কেশবচন্দ্র সেন

উত্তর : [C] আত্মারাম পান্ডুরঙ্গ

7. “ব্রাহ্ম সমাজ” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] দয়ানন্দ সরস্বতী
        [B] রাজা রামমোহন রায়
        [C] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
        [D] সতীশচন্দ্র বসু

উত্তর : [B] রাজা রামমোহন রায়

8. “ভারত সভা” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
        [B] সতীশচন্দ্র মুখোপাধ্যায়
        [C] কেশব চন্দ্র সেন
        [D] রাসবিহারী বসু

উত্তর : [A] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়   

9. “নববিধান ব্রাহ্মসমাজ” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] আত্মারাম পান্ডুরঙ্গ
        [B] সুভাষচন্দ্র বসু
        [C] দেবেন্দ্রনাথ ঠাকুর
        [D] কেশব চন্দ্র সেন

উত্তর : [D] কেশব চন্দ্র সেন 

10. “ডন সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] ডিরোজিও
        [B] দয়ানন্দ সরস্বতী
        [C] সতীশচন্দ্র মুখোপাধ্যায়
        [D] চিত্তরঞ্জন বসু

উত্তর : [C] সতীশচন্দ্র মুখোপাধ্যায়

11. “ফোর্ট উইলিয়াম কলেজ” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] ডিরোজিও
        [B] লর্ড ওয়েলেসলী
        [C] ডেভিড হেয়ার
        [D] অ্যানি বেসান্ত

উত্তর : [B] লর্ড ওয়েলেসলী

12. “হোমরুল লীগ” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] বাল গঙ্গাধর তিলক ও অ্যনি বেসান্ত
        [B] জওহরলাল নেহেরু ও বাল গঙ্গাধর তিলক
        [C] রাসবিহারী বসু ও চিত্তরঞ্জন দাস
        [D] গোপালকৃষ্ণ গোখলে ও রাজা রামমোহন রায়

উত্তর : [A] বাল গঙ্গাধর তিলক ও অ্যনি বেসান্ত

13. “অনুশীলন সমিতি” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] বাল গঙ্গাধর তিলক
        [B] রাসবিহারী বসু
        [C] সতীশচন্দ্র বসু
        [D] রাজা রামমোহন রায়

উত্তর : [C] সতীশচন্দ্র বসু

14. “স্বরাজ দল” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] কেশব চন্দ্র সেন
        [B] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
        [C] অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক
        [D] চিত্তরঞ্জন বসু ও মতিলাল নেহেরু

উত্তর : [D] চিত্তরঞ্জন বসু ও মতিলাল নেহেরু

15. “মুসলিম লিগ” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] মদনমোহন মালব্য
        [B] নবাব সলিমুল্লাহ
        [C] লালা হরদয়াল
        [D] রাসবিহারী দাস

উত্তর : [B] নবাব সলিমুল্লাহ

16. “গদর দল” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] লালা হরদয়াল
        [B] সুভাষচন্দ্র বসু
        [C] চিত্তরঞ্জন বসু
        [D] দাদাভাই নৌরজি

উত্তর : [A] লালা হরদয়াল

17. “ফরোয়ার্ড ব্লক” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] রাসবিহারী দাস
        [B] মতিলাল নেহেরু
        [C] সুভাষচন্দ্র বসু
        [D] কেশব চন্দ্র সেন

উত্তর : [C] সুভাষচন্দ্র বসু

18. “এশিয়াটিক সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] রাজা রামমোহন রায়
        [B] উইলিয়াম জোন্স
        [C] দ্বারকানাথ ঠাকুর
        [D] কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

উত্তর : [B] উইলিয়াম জোন্স

19. “ব্রাহ্ম সভা” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] সুভাষচন্দ্র বসু
        [B] রাসবিহারী বসু
        [C] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
        [D] রাজা রামমোহন রায়

উত্তর : [D] রাজা রামমোহন রায়

20. “স্কুল বুক সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন ?

        [A] ডেভিড হেয়ার
        [B] দেবেন্দ্রনাথ ঠাকুর
        [C] রামগোপাল ঘোষ
        [D] রাজা রামমোহন রায়

উত্তর : [A] ডেভিড হেয়ার


File Details :

File Name : ঐতিহাসিক প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা

File Format: PDF

No. of Pages: 20

File Size: 745 KB



Join Our Telegram Channel -👇👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ