Ad Code

Responsive Advertisement

বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা PDF | বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম

বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা :


নমস্কার বন্ধুরা,

আজকের এই পোস্টে বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা  প্রশ্ন ও উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করলাম এবং PDF টি শেয়ার করলাম। বিভিন্ন চাকরির পরীক্ষায় যেমন Wbcs, Railway, Police, SSC বিভিন্ন পরীক্ষায় বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম এই টপিক টি থেকে প্রশ্ন এসেই থাকে, তাই দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিও ও PDF টি নীচে দেওয়া আছে ডাউনলোড করে নিও ।

           বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা

Q.1. “রক্ত সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  হেমাটোলজি

Q.2. “ভাইরাস সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  ভাইরোলজি

Q.3. “ফল সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  পোমোলজি

Q.4. “মৃত্তিকা সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  পেডোলজি

Q.5. “পাখি সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :   অর্নিথোলজি

Q.6. “ছত্রাক সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  মাইকোলজি

Q.7. “কীটপতঙ্গ সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  এন্টমোলজি

Q.8. “মৌমাছি পালন সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  এপিকালচার

Q.9. “রেশম চাষ সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  সেরিকালচার

Q.10. “মাছ চাষ সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  পিসিকালচার

Q.11. “বাগান / উদ্যান সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  হর্টিকালচার

Q.12. “উদ্ভিদ সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  বোটানি

Q.13. “অনুজীব সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  মাইক্রোবায়োলজি

Q.14. “অস্থি সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  অস্টিওলজি

Q.15. “ব্যাকটেরিয়া সম্পর্কিত” বিদ্যা কে কি বলা 
হয় ?   

উত্তর :  ব্যাকটিরিওলজি

Q.16. “কোষ সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?   

উত্তর :  সাইটোলজি

Q.17. “পেশী সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  মায়োলজি

Q.18. “উচ্চারণ বা শব্দ সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  ফোনেটিক্স

Q.19. “দাঁত সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?  

উত্তর :  অডন্টলজি

Q.20. “আবহাওয়া সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ? 
উত্তর :  মেটেওরোলজি

Q.21. “বংশগতি সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?    
উত্তর :  জেনেটিক্স

Q.22. “বাস্তু ও পরিবেশ সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?    

উত্তর :  ইকোলজি

Q.23. “প্ৰাণী সম্পর্কিত” বিদ্যা কে কি বলা হয় ?

উত্তর :  জুওলজি

File Details :

File Name: বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা

File Format: PDF

No. of Pages: 23

File Size: 826 KB




👉Join Our Telegram Channel -



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ