Ad Code

Responsive Advertisement

ভারতের জাতীয় প্রতীক ll National Symbols Of India

 


দেওয়া রইলো ভারতের জাতীয় প্রতীক সমূহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই National Symbols Of India এই বিষয়টি থেকে প্রশ্ন এসেই থাকে। নিচের প্রশ্ন গুলো মুখস্ত করে নিলে বিভিন্ন পরীক্ষার উত্তর করা সহজ হয়ে যাবে ।


১. ভারতের জাতীয় প্রতীক কী ?

Ans :  অশোক চক্র বা অশোক স্তম্ভ 

২. ভারতের জাতীয় সংগীত বা রাষ্ট্রগান কী ?

Ans : জনগণমন অধিনায়ক 

৩. ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত কী ?

Ans : বন্দে মাতরম 

৪. ভারতের জাতীয় বাণী কী ?

Ans : সত্যমেব জয়তে 

৫. ভারতের জাতীয় ধ্বনি কী ?

Ans : জয় হিন্দ 

৬. ভারতের জাতীয় লজ্জা কী ?

Ans : অস্পৃশ্যতা 

৭. ভারতের জাতীয় গাছ কী ?

Ans : বট গাছ

৮. ভারতের জাতীয় ফুল কী ?

Ans : পদ্ম

৯. ভারতের জাতীয় ফল কী ?

Ans : আম

১০. ভারতের জাতীয় পশু কী ?

Ans : রয়াল বেঙ্গল টাইগার

১১. ভারতের জাতীয় পাখি কী ?

Ans : ময়ূর

১২. ভারতের জাতীয় নদী কোনটি ?

Ans : গঙ্গা

১৩. ভারতের জাতীয় খেলা কি ?

Ans : হকি

১৪. ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি ?

Ans : নদীর শুশুক

১৫. ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কোনটি ?

Ans : হাতি

১৬. ভারতের জাতীয় পানীয় কী ?

Ans : চা

১৭. ভারতের জাতীয় মুদ্রা কী ?

Ans : ভারতীয় রুপি

১৮. ভারতের জাতীয় সবজি কী ?

Ans : কুমড়ো

১৯. ভারতের জাতীয় দিবস কোন দিন গুলি ?

Ans : 26 জানুয়ারি ( প্রজাতন্ত্র দিবস )

           15 আগস্ট ( স্বাধীনতা দিবস )

            2 অক্টোবর ( গান্ধী জয়ন্তী )

২০. ভারতের জাতীয় ক্যালেন্ডার কী ?

Ans : সাকা ক্যালেন্ডার

২১. ভারতের জাতীয় সরীসৃপ কী ?

Ans : কিং কোবরা

২২. ভারতের জাতীয় পোষাক কী ?

Ans : ধুতি

২৩. ভারতের জাতীয় মাছ কী ?

Ans : রুই

২৪. ভারতের জাতীয় ভাষা কী ?

Ans : হিন্দি

২৫. ভারতের জাতীয় মিষ্টি কী ?

Ans : জিলিপি

২৬. ভারতের জাতীয় খাবার কী ?

Ans : খিচুড়ি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ